বৌদ্ধ ধর্ম শাস্ত্র ত্রিপিটক নামে পরিচিত। পিটক কথার অর্থ ঝুরি বা পাত্র। ত্রিপিটকের অর্থ তিনটি ঝুরি বা পাত্র।বৌদ্ধ ধর্ম শাস্ত্রের তিনটি ভাগ হলো- সূত্র পিটক, বিনয়পিটক ও অভিধর্ম পিটক। বর্তমানে কেবলমাত্র স্থবির বাদীদের পালি ভাষায় লেখা সম্পূর্ণ ত্রিপিটকের সন্ধান পাওয়া গেছে। প্রথম বৌদ্ধ সংগীতের সময় সূত্র পিটক ও বিনয় পিটক সংকলিত হয়। তৃতীয় অভিধর্ম পিটক সংকলিত হয় তৃতীয় বৌদ্ধ সংগীতি কালে। ধর্ম বিষয়ক বুদ্ধ বচন তথা সূত্রের অনুপুঙ্খ বিশ্লেষণ ও দর্শন এই বিভাগে সন্নিবিষ্ট হয়। সূত্র পিটক এ আছে ধর্মের অনুশীলন। বিনয় পিটক এ আছে সংঘের নিয়মাবলী ও আচার ব্যবহার এর বর্ণনা। আর অভিধর্মে আছে ধর্মের বিশ্লেষণ ও দর্শন।
গৌতম বুদ্ধের জীবনী
👆👆
বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ ধর্ম সম্মেলন সম্পর্কে বিশদে আলোচনা
1. প্রথম বৌদ্ধ সংগীতি
প্রথম বৌদ্ধ সংগীতি টি হয় বুদ্ধদেবের প্রয়াণের অল্পকাল পর মগধ রাজ অজাতশত্রুর উদ্যোগে। বৌদ্ধ
ভিক্ষুদের এই সম্মেলনটি রাজগৃহের সপ্তপর্ণী গুহায় অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 500 জন যোগ দেন।
এই সম্মেলনে সভাপতিত্ব করেন স্থবির মহাকাশ্যপ। এই সভা বা সঙ্গীতিতে বুদ্ধদেবের উপদেশাবলী
সংকলিত হয় সূত্র পিটকে ও বিনয় পিঠকে।
২. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি
বুদ্ধদেবের প্রয়াণের 100 বছর পর মগধরাজ কালাশোক বা কাকবর্নীর উদ্যোগে বৈশালীতে দ্বিতীয়
বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি তে সভাপতিত্ব করেন মহাস্থবির যশ। এই
সম্মেলনে 700 জন ভিক্ষু যোগ দিয়েছিলেন। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা প্রাচ্য ও পাশ্চাত্য এই দুটি দলে
বিভক্ত হয়ে গিয়েছিলেন।
প্রাচ্য দল বৌদ্ধ সংঘের নিয়মকানুন গুলিকে কিছুটা শিথিল করতে চেয়েছিলেন। রক্ষণশীল পাশ্চাত্য
দল তার তীব্র বিরোধিতা করেছিলেন। দ্বিতীয় সংগীতি প্রাচ্য দলের বিরুদ্ধে রায় দেওয়ায় প্রাচ্য দলের
ভিক্ষুরা সংগীতি থেকে বেরিয়ে গিয়ে বৈশালীর কাছে একটি সভা করেন। এর নাম মহাসংগীতি।এতে
যোগদানকারী ভিক্ষুরা মহাসংঘিক বলে পরিচিত হন। ও পাশ্চাত্য দলের বিক্ষোভ এর নাম হয়
স্থবিরবাদী বা থেরবাদী।
৩. তৃতীয় বৌদ্ধ সংগীতি
বৌদ্ধ সংঘে ঐক্য ফিরিয়ে আনার উদ্দেশ্যে মৌর্য সম্রাট অশোক মুদগলী পুত্র বিশ্বের পরামর্শে
পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। কিন্তু এটি বৌদ্ধভিক্ষুদের বিভেদ দূর করতে ব্যর্থ হয়।
এই সংগীত ইতে অভিধর্ম পিটক গ্রন্থ রচিত হয়। এই সংগীতির পর তিশ্য ভারত ও দক্ষিণ পূর্ব
এশিয়ার নানাস্থানে বৌদ্ধ ধর্মের প্রচারকদের প্রেরণ করেছিলেন।
৪. চতুর্থ বৌদ্ধ সংগীতি
কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরের কোন্দল বিহারে বা জলন্ধরের কুবন বিহারে
চতুর্থ বৌদ্ধ সংগীতিটি অনুষ্ঠিত হয়। তিব্বতী ঐতিহাসিক তারানাথ এর মতে রক্ষণশীল ও
উদারপন্থীদের মতবাদ- উভয়কেই বৈধ বলে মেনে নেয় এই সংগীতি। এই সঙ্গীতি তে পৌরহিত্য
করেন দার্শনিক বসুমিত্র। এর সহ-সভাপতি ছিলেন প্রখ্যাত দার্শনিক ও কবি অশ্বঘোষ। এই
সংগীতি ১৮টি বৌদ্ধ সম্প্রদায়ের পারস্পরিক বিরোধ দূর করতে সমর্থ হয়।
5. পঞ্চম বৌদ্ধ সংগীতি
আনুমানিক ৬৩৪ খিস্টব্দ কনৌজে হর্ষবর্ধন এর আমলে পঞ্চম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় । এই সঙ্গীতিতে সভাপতিত্ব করেন হিউ-এন -সাঙ । এই সম্মেলনে বৌদ্ধ ধর্মালম্বিরা নিজেদের ঐক্য কে ধরে রাখার চেষ্টা করেছিল।
Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in GingerEnable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in GingerEnable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in GingerEnable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in GingerEnable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in GingerEnable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in GingerEnable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in Ginger