মহাশিলা কণ্টক ও রথমুষল
মহাশিলা কণ্টক ও রথমুষল হল প্রাচীন ভারতে ব্যাবহৃত একধরনের যুদ্ধ অস্ত্র । মহাশিলা কণ্টক হল এক ধরনের প্রস্তর উৎক্ষেপণ যন্ত্র । আর রথমুষল হল বর্তমান কালের ট্যাঙ্কের মত । আচ্ছাদনের আরালে বসে চালক কোন যান্ত্রিক উপায়ে রথটি তীব্র গতিতে শত্রু সেনার মধ্যে চালিয়ে দিত । রথের চাকার সঙ্গে দুপাশে লাগানো থাকত লোহার তীক্ষ্ণ ফলাযুক্ত মুষল বা গদা । এদের আঘাতে বহু শত্রু সৈন্য ক্ষতবিক্ষত হত ।
মগধ রাজ অজাতশত্রু এই দুই অস্ত্র ব্যাবহার করে বৃজি রাষ্ট্রসংঘের বিরুদ্ধে চলা দীর্ঘ ১৬ বছর ব্যাপি যুদ্ধের সময় সুফল পেয়েছিলেন ।
Enable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in GingerEnable GingerCannot connect to Ginger Check your internet connection
or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in Ginger