মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

মহাশিলা কণ্টক ও রথমুষল কী ?

মহাশিলা কণ্টক ও রথমুষল 



 মহাশিলা কণ্টক ও রথমুষল হল প্রাচীন ভারতে ব্যাবহৃত একধরনের যুদ্ধ অস্ত্র । মহাশিলা কণ্টক হল এক ধরনের  প্রস্তর উৎক্ষেপণ যন্ত্র । আর  রথমুষল হল বর্তমান কালের ট্যাঙ্কের মত । আচ্ছাদনের আরালে বসে চালক কোন যান্ত্রিক উপায়ে রথটি তীব্র গতিতে শত্রু সেনার মধ্যে চালিয়ে দিত । রথের চাকার সঙ্গে দুপাশে লাগানো থাকত লোহার তীক্ষ্ণ ফলাযুক্ত মুষল বা গদা । এদের আঘাতে বহু শত্রু সৈন্য ক্ষতবিক্ষত হত ।



মগধ রাজ অজাতশত্রু এই দুই অস্ত্র ব্যাবহার করে বৃজি রাষ্ট্রসংঘের বিরুদ্ধে চলা দীর্ঘ ১৬ বছর ব্যাপি যুদ্ধের সময় সুফল পেয়েছিলেন ।






নতুন লেখা

MOC Test Set - 19

Translate