১. সিন্ধু সভ্যতার অধিবাসীদের আরাধ্য দেবতা ছিলেন-
উত্তর- পশুপতি
2. কোন মাসটি শকাব্দের প্রথম মাস
উত্তর- চৈত্র
৩. কোন বৌদ্ধ শ্রমণ প্রথম শতাব্দীতে চিনে গিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ চীনা ভাষায় অনুবাদ
করেছিলেন?
উত্তর- নাগার্জুন
৪. অজন্তার গুহাচিত্র অংকিত ছবিগুলি নেওয়া হয়েছে কোথা থেকে?
উত্তর- বৌদ্ধ জাতক থেকে
৫. পুরাণের সংখ্যা কয়টি?
উত্তর- ১৮টি
৬. মহানন্দ ও তার আট পুত্র কে একত্রে কি বলা হত?
উত্তর- নব নন্দ
৭. নিম্নের কোন বৌদ্ধ বিহারটি হর্ষবর্ধনের রাজত্বকালে নির্মিত হয়েছিল?
উত্তর- নালন্দা
৮.মৌর্য সাম্রাজ্যের নৌবাহিনীর সেনাপতি কে কি বলা হত?
উত্তর- নবাধক্ষ্য
৯. কাশী রাজ্যের রাজধানী হল-
উত্তর- বারানসী
১০. কাকে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয়?
উত্তর- প্রথম পুলকেশী
১১. দিল্লিতে সুলতানের সেনাবাহিনীকে বলা হত-
উত্তর- হাসাম-ই- কাল্ব
১২. শাহ মির্জা কত খ্রিস্টাব্দে স্বাধীন কাশ্মীর রাজ্যের প্রতিষ্ঠা করেন ?
উত্তর- ১৩৩৯ খ্রিস্টাব্দে
১৩." পলাশীর যুদ্ধ ভারতের মধ্যযুগের অবসান ঘটে আধুনিক যুগের সূচনা করেছিল"- বক্তব্যটি কার?
উত্তর- যদুনাথ সরকার
১৪. দিল্লি শহরের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর- ইলতুৎমিস
১৫. মগধের কোন রাজার উপাধি ছিল শ্রেনিক?
উত্তর- বিম্বিসার
১৬." দ্বিতীয় অশোক" বলে অভিহিত হন-
উত্তর- কনিষ্ক
১৭. কোন মন্দিরের "নটরাজ মূর্তি" জগদ্বিখ্যাত-
উত্তর- তাঞ্জোর
১৮. প্রথম স্বাধীন পেশোয়া ছিলেন-
উত্তর- বালাজি বিশ্বনাথ
১৯. নবরাত্রি উৎসবের সঙ্গে যুক্ত নৃত্য টি হল-
উত্তর- গারোয়া
২০. গর্ভা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত?
উত্তর- গুজরাট
২১. বাংলা ভাষার প্রথম কাব্য সাহিত্য কোনটি?
উত্তর- প্রতাপাদিত্য চরিত্র
২২. দুর্ভিক্ষের চিত্র এঁকে বিখ্যাত হয়েছিলেন যিনি-
উত্তর- জয়নুল আবেদিন
২৩. প্রথম কোন ভারতীয় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন?
উত্তর- মাদাম কামা
২৪. রামমোহন রায় কে কত সালে "রাজা" উপাধি প্রদান করা হয়-
উত্তর- 1832 খ্রীস্টাব্দে
২৫. রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়ে কোথায় মারা যান?
উত্তর- কল্পি
২৬. কে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন?
উত্তর- দাদাভাই নওরোজি
২৭. কোন রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়?
উত্তর- কেরালা
২৮. কাকে নাট্যগুরু নামে অভিহিত করা হয়?
উত্তর- গিরিশচন্দ্র ঘোষ
২৯. কোন লেখক এর ছদ্মনাম কালকূট?
উত্তর- সমরেশ বসু
৩০. জয়পুরে গোলাপি শহর স্থাপন করেছিলেন কে?
উত্তর- জয় সিং