সোমবার, ২২ জুন, ২০২০

SET-3

 



1. "বৈজ্ঞানিক ইতিহাসের জনক" কাকে বলা হয়?

 

উত্তর-  থুকিডিডিস কে

 

2. বিশ্বের  সর্ব প্রাচীন মিউজিয়াম হল-

 

 উত্তর-  এনণিগালডি-নান্না

 

3. সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়-

 

উত্তর-   1853 খ্রিস্টাব্দে

 

4. কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়?

 

 উত্তর-  স্যার টমাস মনরো

 

. জেমস মিল ছিলেন একজন

 

উত্তর-   উপযোগবাদী

 

. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত?

 

 উত্তর-  রেলপথের প্রসার

 

. কে রাজা রামমোহন রায় কে ভারত পথিক বলে অভিহিত করেছেন?

 

উত্তর-   রবীন্দ্রনাথ ঠাকুর

 

. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি?

 

উত্তর-   মাদ্রাজ লেবার ইউনিয়ন

 

. বাংলার নবজাগরণ কে "তথাকথিত নবজাগরণ "বলে আখ্যা দিয়েছেন কে?

 

 উত্তর-  অশোক মিত্র

 

১০. "ক্রিপস প্রস্তাব ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের ওপর ফেল পড়া এক চেক কাটার  শামিল" উক্তিটি কার

 

উত্তর-   গান্ধীজী

 

১১." রশিদ আলী দিবস" কবে পালিত হয়?

 

 উত্তর-  12 ফেব্রুয়ারি

 

১২. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?

 

 উত্তর-  দিল্লিতে

 

 

 

১৩. নুরুল উদ্দিন কোন বিদ্রোহের নেতা ছিলেন?

 

 উত্তর-  রংপুর বিদ্রোহ

 

১৪. ফ্রান্সকে "ভ্রান্ত অর্থনীতির জাদুঘর " বলে অভিহিত করেছেন-

 

 উত্তর-  অ্যাডাম স্মিথ

 

১৫. ফরাসি সমাজে "করভি" ছিল-

 

 উত্তর-  শ্রম কর

DOWNLOD

 

নতুন লেখা

MOC Test Set - 19

Translate