মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

বৈদিক যুগের বিভিন্ন প্রতিষ্ঠান

প্রাচীন বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক কিছু প্রতিষ্ঠান এর কথা জানা যায় । এই প্রতিষ্ঠান গুলির সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্তপূর্ণ অবদান ছিল । এই প্রতিষ্ঠান গুলি হল...

বিদথ্ ঃ

ঋকবেদে ১২২ বার ' বিদথ ' কথাটি ব্যবহৃত হয়েছে । ধর্মীয় নিরপেক্ষ ও সামরিক সভা ছিল এটি ।

সভা ঃ

ঋকবেদে ৮ বার ' সভা ' কথাটি ব্যবহৃত হয়েছে । সভায় সম্ভবত অভিজাত ব্যক্তিদের প্রাধান্য ছিল । রাজনৈতিক , প্রশাসনিক ও বিচারবিভাগীয় সভা ছিল এটি ।

সমিতি ঃ

ঋকবেদে ৬ বার ' সমিতি ' কথাটি ব্যবহৃত হয়েছে । অথর্ব বেদ অনুযায়ী রাজনৈতিক, প্রশাসনিক অ সামরিক সভা ছিল এটি । এখানে অপেক্ষাকৃত কম বয়সীরা অংশ গ্রহণ করত । প্রথমদিকে সমিতির ক্ষমতা সভা অপেক্ষা বেশি ছিল । রাজার ক্ষমতা বৃদ্ধি পেলে সমিতির ক্ষমতা হ্রাস পায় ।

গন ঃ

প্রজাতন্ত্র ইন্দ - আর্য প্রতিষ্ঠান ছিল এটি । এর নেতা ছিলেন গণপতি বা গনস্য রাজা ।

পরিষদ ঃ

সামরিক সময়ে অংশ নিত এই প্রতিষ্ঠান । এতে পুরুষ ও মহিলা উভয়ই অংশ গ্রহণ করতে পারত ।



নতুন লেখা

MOC Test Set - 19

Translate