বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

স্বাধিন ভাবনা


আমরা স্বাধিন , আমাদের স্বাধিনতা আন্দোলন মহান , আমি গর্বিত আমি ভারতিয় , এই কথাগুলো আমাদের খুব পরিচিত । কিন্ত দেখার বিষয় এটাই যে কতজন তা মন থেকে অনুভব করে । আমরা বেশীরভাগ  শোনা বুলি বলে যাই । দেশ  ঐতিহ্য , দেশ ভক্তি এসবের নামে আমাদের চোখে চশমা পরিয়ে দেওয়া হয় । আর আমরাও ঐ চশমা পরে  নেতা নামক জিবের দেখানো পথে চলতে থাকি , কোন কিছুর পরোয়া না করে ।  আমাদের ভাবনা গুলকে  বিসর্জন দিয়ে অন্যের ভাবনাগুলকে নিজের বলে ভাবি ।  কোন ব্যাক্তি তার দেশ কে ভালবাসলো কি, না বাসলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যতক্ষণ না তার ভাবনাগুলো আন্যের ক্ষতি করছে । কেউ তাকে জোর করতে পারে না । কিন্ত এই কথাগুলো শুনলে যে কেউ রেগে যায় । তারা তাকে দেশদ্রোহী বলতেও সময় নেয় না । কিন্ত একটু ভেবে দেখলে বোঝা যায় এই রাগটা তাদের নিজস্ব না । পরোক্ষভাবে তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয় ।
আমরা আনেক তারাতারি অন্যের দ্বারা প্রভাবিত হই । আমরা  book , social media ,  এবং অন্যান্য উৎস থেকে অনেক কিছু জানি  শিখি । কিন্ত কজন সেগুলি বিশ্লেষণ করে সেটা ভুল না ঠিক তা বোঝার চেষ্টা করি । বেশীরভাগ সময় আমরা তালে তাল মেলাই । আমাদের উচিৎ যে কোন বিষয়ে নিজেকে অন্যের প্রভাব থেকে মুক্ত রাখা , এবং বিভিন্ন অসামাজিক কাজে উৎসাহ দান থেকে নিজেকে বিরত রাখা ।

নতুন লেখা

MOC Test Set - 19

Translate