1.ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতানের ও ওয়ারেন হেস্টিংস এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
২. শ্রীরঙ্গপত্তমের চুক্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এই চুক্তির শর্ত কি ছিল?
শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় 1792 খ্রিস্টাব্দে।
চুক্তির শর্ত
A. শ্রীরঙ্গপত্তমের চুক্তির শর্ত হিসেবে বলা হয় টিপু সুলতান কে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের ক্ষতিপূরণ
বাবদ 3 কোটি 30 লক্ষ টাকা ও সাম্রাজ্যের অর্ধাংশ দিতে হবে।
B.টিপু সুলতান যতদিন না পর্যন্ত কোম্পানিকে এই টাকা দেবেন ততদিন টাকার জামিন হিসেবে নিজের
দুই পুত্রকে ইংরেজের কাছে রাখতে বাধ্য থাকবেন।
আমাদের facebook Group এ যুক্ত হতে Click করুন ...
৩.চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে হয়েছিল। টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে এই যুদ্ধ হয়।
যুদ্ধের ফলাফল
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়। ইংরেজ প্রতিদ্বন্দী মহীশূর রাজ্যের পতন ঘটেছিল।
৪. অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
1809 সালে অমৃতসরের সন্ধি হয়েছিল। সন্ধিটি হয়েছিল রঞ্জিত সিংহ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া
কোম্পানির মধ্যে।
৫. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?
কোন ভারতীয় শাসক এই নীতি সর্বপ্রথম গ্রহণ করেন?
অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি।
হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন
৬. অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো?
লর্ড ওয়েলেসলি দেশীয় রাজ্য গুলোকে কোম্পানির নিয়ন্ত্রণাধীনে এনে ভারতবর্ষে কোম্পানির
সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যে নীতি গ্রহণ করেন তা অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত।
শর্ত
এই নীতি অনুযায়ী দেশীয় রাজ্যগুলি নিজ ব্যায়ে একজন ইংরেজ প্রতিনিধি ও এক দল সৈন্য রাখার
প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে কোম্পানি সংশ্লিষ্ট রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নেয়।
৭. স্বত্ববিলোপ নীতি বলতে কী বোঝায়?
লর্ড ডালহৌসি প্রবর্তিত স্বত্ববিলোপ নীতি বলতে বোঝায় ইংরেজ আশ্রিত কোন দেশীয় রাজ্যের
রাজার বংশধর না থাকলে রাজা মারা যাবার পর ওই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। উত্তরাধিকার
স্বীকার করা হবে না বলে এই নীতিতে ঘোষণা করা হয়।
৮. চিলিয়ান ওয়ালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
1849 খ্রিস্টাব্দে চিলিয়ান ওয়ালার যুদ্ধ হয়।
এই যুদ্ধ হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডালহৌসির সঙ্গে পাঞ্জাব রাজ্যের।
৯.মারাঠাদের শেষ পেশোয়া কে? তার দত্তকপুত্র কি নামে পরিচিত?
মারাঠাদের শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও।
দ্বিতীয় বাজিরাও এর দত্তকপুত্র নানাসাহেব নামে পরিচিত।
১০. কে কবে কোথায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন?
এর প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
ওয়ারেন হেস্টিংস 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন।
কলকাতায় সুপ্রিম কোর্ট এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।
১১. ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে কোথায় কেন তৈরি করেন?
গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দ ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি শিক্ষার
জন্য তৈরি করেন ফোর্ট উইলিয়াম কলেজ।
১২. সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে কবে স্বাক্ষরিত হয়?
সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় মাধবরাও এবং ইংরেজ গভর্নর জেনারেল
ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে।
১৩. বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
এই সন্ধির ফলে পেশোয়া পুরোপুরি ইংরেজদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
১৪. রেগুলেটিং অ্যাক্ট কবে কি উদ্দেশ্যে প্রবর্তিত হয়?
কোম্পানির ভারত শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রবর্তনের লক্ষ্যে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট
রেগুলেটিং অ্যাক্ট পাস করানো হয়।
১৫. পিটের ভারত শাসন আইন কি জন্য?
1773 খ্রিস্টাব্দে প্রবর্তিত রেগুলেটিং অ্যাক্ট এর ত্রুটি গুলি দূর করা ও ভারতে কোম্পানির
শাসন কে আরো শৃংখলাবদ্ধ করার লক্ষ্যে 1784 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রিটিশ পার্লামেন্টে
এই আইনটি পাস করেন।