শুক্রবার, ৩০ জুন, ২০১৭

পশ্চিম বঙ্গে বাঙালী ও কেন্দ্রের বঞ্চনা

বাংলা আমার গর্ব , সত্যি কি তাই । তাহলে এতো অবহেলা কেন এই ভাষার প্রতি । আজ আমার ভাষায়, লেখায় বিকৃতি স্পষ্ট । এর দায় কি শুধুই  আমার ? না কি এই সমাজেরও । ভাষার উন্নতিতে সমাজ ও সরকারের গুরুত্ব পূর্ণ ভুমিকা থাকে ।বাংলা ভাষার গুরুত্ব কতটা , আর ভাষার গুরুত্ব বৃদ্ধিতে রাজ্য সরকার কি করছে তা জানা প্রয়োজন । বাংলায় লেখা দুটি গান আজ ভারতের মূলমন্ত্র । এ নিয়ে বাঙালিদের খুব গর্ব । কিন্ত বর্তমানে এসব মনভোলানো কথা ছাড়া আর কিছু নয় । আমাদের রাষ্ট্র ভাষা  কি ? তা নিয়ে আমাদের মধ্যে ভুল ধারনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে । অনেকে হিন্দি ভাষাকে রাষ্ট্র ভাষা বলে প্রচার করে আমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে । আমাদের কোন রাষ্ট্র ভাষা নেই । ইংরাজি ও হিন্দি কে অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ হিসাবে ব্যাবহার করা হয়ে থাকে । আর এর পেছনে চলতে থাকে এক বিশেষ ভাষাগোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেবার ষড়যন্ত্র । ইংরাজি যা আমাদের ওপর ২০০ বছর শাসন করেছে আর বর্তমান সময়ে হিন্দি আমাদের ওপর তার শোষণ চালাছে । আর বাঙালী বুদ্ধিজীবী তার বুদ্ধি হারাচ্ছে , এ বিষয়ে তাদের কোন কিছু বলার নেই । একটা উদাহরণে  বোঝা যাবে বাঙালিদের  ও অ- হিন্দিভাষী মানুষদের দমানোর জন্য কেন্দ্রের ষড়যন্ত্র । বর্তমানে বিভিন্ন কেন্দ্রীয় চাকুরি নিয়োগ পরীক্ষায় হিন্দি এবং ইংরাজি ভাষায় প্রশ্নপ্ত্র দেওয়া হয় , আমাদের কাছে দুটোই বিদেশী ভাষা । কিন্ত হিন্দি বলয়ে নিজস্ব ভাষা । ফলে আমাদের এক অসম প্রতিযোগিতার  মুখোমুখি হতে হয় । অ-হিন্দি  ভাষীরা এরদ্বারা প্রতারিত হয়, আর কেন্দ্রে হিন্দিভাষী রমরমা বজায় থাকে । ইংরেজ শাসনকালে ভারতীয়রা  যাতে সরকারী উচ্চ পদ গুলি না পায় তাই ইংরেজ শাসক ভারতিয়দের পরীক্ষায় বসার বয়সসীমা কমিয়ে দেয়, আর পরীক্ষা ইংল্যান্ডে নেওয়া হত । ফলে মেধা থাকা সত্বেও ভারতীয়দের ওপর অবিচার করা হত । স্বাধীন ভারতেও অ-হিন্দিভাষী মানুষদের ওপর এই একই অবিচারের পুনরাবৃত্তি চলছে  ভিন্ন ভাবে । তাই এর প্রতিবাদে সবাইকে এগিয়ে আসতে হবে ।

নতুন লেখা

MOC Test Set - 19

Translate