রবিবার, ১০ জুন, ২০১৮

ভারতে মুদ্রার প্রচলন কখন হয় ?


ভারতে মুদ্রার প্রচলন 




তিহাসিকদের মতে পরবর্তী বৈদিক যুগে ভারতবর্ষে নিষ্ক , শতমান , কৃষ্ণল , নামে মুদ্রার প্রচলন ছিল বলে ধরা হয় ।কিন্ত পরবর্তী গবেষণায় দেখাযায় এগুলি ওজনের বিশেষ একক মাত্র, মুদ্রা নয় । ভারতে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে ছাপ দেওয়া ধাতব মুদ্রার ব্যাপক প্রচলন ঘটে । এই মুদ্রার মধ্যে উল্লেখযোগ্য ছিল কর্ষাপণ ও মাষক । অনুমান করা হয় বণিকরা সর্বপ্রথম মুদ্রা চালু করেছিল । এইসব মুদ্রা বিদেশী প্রভাবমুক্ত ছিল । এগুলি সাধারণত সোনা, রুপা, তামা দিয়ে তৈরি ছিল । এই মুদ্রা গুলিকে বলা হয় Punch-marked Coins বা ছাপমারা মুদ্রা । এইসব মুদ্রার একপিঠে নদী, পাহাড়, গাছ, সূর্য, পাখি, স্বস্তিকা প্রভৃতির ছাপ দেখা যায় ।  














নতুন লেখা

MOC Test Set - 19

Translate