মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

Who gave name India


ভারতবর্ষ , हिंदुस्तान , INDIA , এই তিনটি নামের সাথে সকল ভারতবাসীর আবেগ জরিয়ে আছে । এবং আমাদের মনের সাথে একাত্ম হয়ে আছে ।  এই নামগুলির উৎপত্তি বা জন্ম বৃতান্ত প্রত্যেক ভারতবাসীর জানা একান্ত প্রয়জন , তাহলে আমরা বুঝতে পারব কোন নামটি আমাদের আত্মার সাথে একাত্য হয়ে রয়েছে ।



ভারতবর্ষ
ভারতের ভৌগলিক অবস্থান সম্পর্কে বিষ্ণু পুরানে বলা হয়েছে- উত্তরে হিমাদ্রি বা হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর ও আরব সাগর এরই মধ্যবর্তী দেশ ভারতবর্ষ । "ভারত" নামটির উৎপত্তি নিয়ে দুটি ব্যখ্যা রয়েছে ।
  1. বৈদিক উপজাতি ভরতদের নাম থেকেই এই দেশের নাম হয়েছে ভারত বা ভারতবর্ষ।
  2. পৌরাণিক রাজা দুস্মন্তের পুত্র ভরত এর নাম অনুসারে এ দেশের নাম হয় ভারতবর্ষ।  
INDIA
 ইংরেজি " INDIA"  শব্দটি এসেছে " SINDHU " নদের নাম থেকে । প্রাচীন গ্রীকরা   SINDHU কে "INDOS" বলতো এবং এটাই কালক্রমে "INDUS" হয় । "INDUS"  বলতে সমগ্র SINDHU উপত্যকার অধিবাসিদের বঝানো হত । পরবর্তীকালে  "INDUS" শব্দটি পরিবর্তিত হয়ে  " INDIA" শব্দটি এসেছে ।

हिंदुस्तान
 SINDHU নদের নাম থেকে "হিন্দু' শব্দটি এসেছে । "হিন্দু' বলতে SINDHU উপত্যকায় বসবাসকারী মানুষদের বোঝানো হত । পরবর্তীকালে আরবরা এই SINDHU উপত্যকা অঞ্চলের নাম দেয় হিন্দুস্থান

এই নামগুলির উৎপত্তি দেখে বোঝা যায় একমাত্র ""ভারতবর্ষ'' ছাড়া বাকি ""हिंदुस्तान ও INDIA'' নাম দুটি বিদেশীদের দেওয়া । এছারা দেখা যায়  ""हिंदुस्तान ও INDIA '' দ্বারা শুধুমাত্র SINDHU অঞ্চলকে বোঝানো হত । অন্যদিকে ""ভারত'' দ্বারা সমগ্র ভারত ভূখণ্ডকে বোঝানো হয়েছে ।

উত্তরং যদ্ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিনম্ ।
বর্ষং তদ্ ভারতং নাম ভারতী যত্র সন্ততি ।।

আরও পড়ুন..........

  • আমাদের মৌলিক অধিকারগুলি কতটা মৌলিক





নতুন লেখা

MOC Test Set - 19

Translate