- বাক- স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার ।
- শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার ।
- সংঘ বা সমিতি কিংবা সমবায় সমিতি গঠনের অধিকার ।
- ভারতে যে কোনও অঞ্চলে স্বাধীনভাবে বসবাসের অধিকার ।
- যে কোনও বৃত্তি , পেশা বা ব্যবসা করার অধিকার ।
সমাজের প্রতিটি বিষয় কে আমরা বিভিন্ন ভাবে দেখি । বিভিন্ন কল্পনা আমাদের ঘিরে ধরে । আমরা ভাবতে শুরু করি । যদি সেই কল্পনা গুলকে আমরা ধরে রাখতে পারতাম তাহলে আমাদের জিবন টা আনন্দে ভরে যেতো । এই কল্পনা গুলো ধরে রাখার ছোট্ট প্রয়াস ।