সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

ভারতের স্বাধীনতা আর ভারতীয়ের স্বাধীনতা দুটি আলাদা বিষয়


সালটা ১৯৪৭ আর দিনটা ১৫ আগস্ট , আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষ স্বাধীন হলেও ভারতীয় নাগরিকদের স্বাধীনতার অধীকার স্বীকৃতি পায় ভারতীয় সংবিধানের মাধ্যমে । স্বাধীনতার অধিকার হল একটি গণতান্ত্রিক অধিকার । তাই সংবিধানে ব্যক্তি স্বাধীনতার অধিকারকে স্বীকার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে ভারতীয় সংবিধানে ৬ প্রকার স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে ।
  1. বাক- স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার ।
  2. শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার ।
  3. সংঘ বা সমিতি কিংবা সমবায় সমিতি গঠনের অধিকার ।
  4. ভারতে যে কোনও অঞ্চলে  স্বাধীনভাবে বসবাসের অধিকার ।
  5. যে কোনও বৃত্তি , পেশা বা ব্যবসা করার অধিকার ।




নতুন লেখা

MOC Test Set - 19

Translate