শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

ভারতীয় স্বাধীনতা আইন সম্পর্কে কিছু কথা

১৫ আগস্ট আমরা সবাই স্বাধীনতা দিবস উজ্জাপন করবো । সকল ভারতীয়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ  । অনেক ভারতীয়ের প্রানের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা সম্পর্কে কিছু কথা যা আমাদের জানা দরকার ।

ইংল্যান্ডে শ্রমিক দল ক্ষমতায় এলে ভারতের স্বাধীনতায় সবুজ সংকেত দেখাদেয় । ব্রিটিশরা প্রথম দিকে অবিভক্ত ভারতের স্বাধীনতার কথা বললেও পরবর্তীকালে জিন্নার একরোখা মনভাবের কারনে ভারতকে দুটি আংশে ভাগ করে স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করা হয় ।
ব্রিটিশ পার্লামেন্ট এ ১৯৪৭ সালের ৪ জুলাই ' ভারতীয় স্বাধীনতা আইন ' বিনা বাধায় পাস হয় । এই আইনে বলা হয় -

  1.  ভারতবর্ষ কে বিভক্ত করা হবে এবং ১৯৪৭ সালের ১৪ আগস্ট ও ১৫ আগস্ট ' পাকিস্তান ' ও   'ভারত '  নামে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করবে ।
  2.  দুই রাষ্ট্রের ওপর থেকে ব্রিটিশ পার্লামেন্ট এর সমস্ত  অধিকার লুপ্ত হবে । উভয় রাষ্ট্রই স্বাধীন ভাবে তাদরে সংবিধান রচনা করবে ।
  3. দেশীয় রাজ্যগুলির রাজারা ভারত বা পাকিস্তান যে কোনও ডোমিনিয়নে যোগ দিতে পারবে ।
  4. আসামের শ্রীহট্ট জেলায় গণভোটে স্থির হবে তা ভারত বা পাকিস্তান কোন ডোমিনিয়নে থাকবে ।
  5.  দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটেনের সার্বভৌম অধীকার লুপ্ত হবে ।

নতুন লেখা

MOC Test Set - 19

Translate