শনিবার, ১২ আগস্ট, ২০১৭

আমাদের মৌলিক অধিকারগুলি কতটা মৌলিক


মানব জীবনে মৌলিক প্রয়োজনগুলি মৌলিক অধিকারের  মাধ্যমে পূরন করা হয় । এজন্য  মৌলিক অধিকারগুলি ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়েছে । মৌলিক অধিকারগুলি সাধারন আইন পাসের মাধ্যামে পরিবর্তন করা যায় না । অধিকারগুলিকে পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধন করতে হয়, সংশোধন ছাড়া মৌলিক অধিকার পরিবর্তন করা যায় না । যেমন ১৯৭৮ সালের ৪৪ তম সংবিধান সংশোধন অনুযায়ী  সম্পত্তির  অধিকারকে মৌলিক অধিকার এর অংশ থেকে বাদ দেওয়া হয়েছে । বর্তমান সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য মোট ৬ প্রকার মৌলিক অধিকার দেওয়া হয়েছে ।

  1.  সাম্যের অধিকার
  2. স্বাধীনতার অধিকার
  3. শোষণের বিরুদ্ধে অধিকার
  4. ধর্মীয় স্বাধীনতার অধিকার
  5. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং
  6. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 
সাধারন অবস্থা এবং জরুরী অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র মৌলিক অধিকারগুলির ওপর কিছু বিধিনিষেধ আরোপ করলেও সংবিধানে বর্ণিত ২১ নং ধারা অনুযায়ী  জীবন ও  ব্যাক্তিগত স্বাধীনতার অধিকারকে কোনও অবস্থাই স্থগিত রাখা যায় না ।



নতুন লেখা

MOC Test Set - 19

Translate