আজ থেকে প্রায় সাড়েচার হাজার বছর পূর্বে ভারতীয় উপমহাদেশে সিন্ধু অববাহিকা অঞ্চল জুরে এক সুপ্রাচীন
সিন্ধু সভ্যতা বা হড়প্প সভ্যতা সম্পর্কে কিছু গুরুত্ত পূর্ণ তথ্য
- ১৮৪২ সালে চার্লস ম্যাসণ তার '' ন্যারেটিভস অফ ভেরিয়াস জার্নিস ইন বালচিস্তান, আফগানিস্তান অ্যান্ড ভ্য পাঞ্জাব '' গ্রন্থে হরপ্পার ধংসাবশেষের কথা প্রথম উল্লেখ করেন ।
- ১৯২১-১৯২২ সালে স্যার জন মার্শাল, রায়বাহাদুর দয়ারাম সাহানি হরপ্পা এবং রাখালদাস বন্ধোপাধ্যায়, E. J.H. ম্যাককি ও স্যার জন মার্শাল মহেঞ্জোদারো আবিষ্কার করেন ।
- হরপ্পা সভ্যতা আনুমানিক ৩৩০০ খ্রিষ্টপূর্ব থেকে ১৭০০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত স্থায়ী হয়েছিল বলে ধরা হয় ।
নগর পরিকল্পনা
- সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় নগরকেন্দ্রিক সভ্যতা ।
- হরপ্পাতে রাস্তা এর নিদর্শন পাওয়া যায় । হরপ্পার রাস্তা ছিল ৯ থেকে ৩৪ ফুট পর্যন্ত চওড়া । রাস্তা গুলি ছিল চুন সুরকি পাথর ও পোরা ইট দিয়ে তৈরি ।রাতে আলোর জন্য রাস্তার পাসে ল্যাম্প পোস্টের ব্যবস্থা ছিল ।
- আগুনে পোরানো বা রোদে শুকানো এই দু ধরনের ইট দিয়েই ঘর বাড়ি তৈরি করা হত ।
- হরপ্পা সভ্যতার পয়ঃ প্রণালী ব্যবস্থা ছিল খুবই আধুনিক । জল নিকাশের জন্য রাস্তার নিচ দিয়ে ঢাকনা দেওয়া নর্দমা থাকত ও বাড়ির ছোট নর্দমা গুলি এই বড় নর্দমায় যুক্ত ছিল ।
- মহেঞ্জোদারোয় এক বিশাল স্নানাগারের অস্তিত্ব মিলেছে । এর আয়তন ১৮০ ফুট লম্বা ও চওড়া ১০৮ ফুট । এর চারদিকে ৮ ফুট উচু ইটের দেওয়াল ছিল । স্নানাগারটিতে জল সরবরাহ ও জল নিকাশি ব্যবস্থার মাধ্যমে ম্যলা জল বের ক্রার ব্যবস্থা ছিল ।
- সিন্ধু উপত্যকা জুড়ে তামা, ব্রোঞ্জ, এবং পোরা মাটির তৈরি প্রায় ২০০০ টি সিলমোহর আবিষ্কৃত হয়েছে । এই সিল গুলির ওপর এক ধরনের চিত্রলিপি খোদিত ছিল যা এখনও পাঠধার করা যায়নি ।
জীবিকা ও সমাজ জিবন
- হরপ্পা অধিবাসীদের প্রধান জীবিকা কৃষি কাজ । উৎপাদিত ফসল ছিল গম, যব, তিল, মটর, রাই ইত্যাদি ।
- হরপ্পায় ৬ টি বৃহৎ শস্যাগারের অস্তিত্ব পাওয়া গেছে ।
- হরপ্পার অধিবাসীরা সুতি ও পশমের পোশাক পড়ত । তারা সাধারণত দুতি বস্ত্র খণ্ড পোশাক হিসাবে ব্যবহার করত ।
- নারী পুরুষ উভয়ই ধাতুর তৈরি অলংকার পড়ত ।
- মৃতদেহের সাথে তার ব্যবহার্য বিভিন্ন সামগ্রি দিয়ে সমাধি দেওয়া হত । আবার মৃতদেহ পোড়ালে তার ভস্ম একটি পাত্রে ভরে পাত্রটি সমাধি করা হত ।
- হরপ্পা সভ্যতার কেন্দ্র থেকে অসংখ্য নারী মূর্তি আবিষ্কৃত হওয়ায় মনেকরা হয় এখানে মাতৃদেবীর পুজা খুব জনপ্রিয় ছিল ।
- হরপ্পা এর সাথে এসময় আফগানিস্থান, ইরান, মেসোপটেমিয়া, মিশর ইত্যদি দেশের সাথে নিবির যোগাযোগ ছিল ।
পতনের কারন
হরপ্পা সভ্যতার পতনের পেছনে ঐতিহাসিকরা কয়েকটি কারন দেখিয়েছেন , সেগুলি হল-
- ভূ- প্রকৃতি পরিবর্তন
- ভূমিকম্প
- বন্যা
- সিন্ধু নদের গতি পরিবর্তন
- বনাঞ্চল ধ্বংস
- বৈদেশিক আক্রমণ
- ভারতীয় স্বাধীনতা আইন সম্পর্কে কিছু কথা
- ভারতের স্বাধীনতা আর ভারতীয়ের স্বাধীনতা দুটি আলাদা বিষয়
- ভারতবর্ষ , हिंदुस्तान , INDIA নামগুলির মধ্যে কোনটি MADE IN INDIA . জানেন কী ?
- প্রাচীন ভারতে ৮ রকম বিবাহের কথা জানা যায়.......বিবাহের আশ্চর্য সব পদ্ধতি সম্পর্কে জেনে নিন......।