শনিবার, ৯ জুন, ২০১৮

প্রাচীন ভারতে "পণী" শব্দের উল্লেখ পাওয়া যায় , এই "পণী " কি বা কারা পণী নামে পরিচিত ?


পণী


ঋগবেদে 'পণী' নামে এক শ্রেণীর ধনী লোকেদের কথা বলা হয়েছে । 'পণী' সম্পর্কে বলা হয় যে, এরা খুব স্বার্থপর দাস বা দর্সু বর্ণের লোক । তারা যাগ-যজ্ঞ বিরোধী ও আর্যদের শত্রু হিসাবে বর্ণনা করা হয়েছে । 'পণী' রা অনার্য বণিক ছিলেন বলেই ঐতিহাসিকরা অনুমান করেন ।







নতুন লেখা

MOC Test Set - 19

Translate