মোহনদাস করমচাঁদ গান্ধী এই নামটির সাথে আমরা সবাই পরিচিত। তাঁর জীবনাদর্শ জাতিকে গভীরভাবে
প্রভাবিত করে। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তার অহিংসার বাণী সারা বিশ্ববাসীকে
শান্তির পথে পা বাড়াতে সাহায্য করে। তার চারিত্রিক জীবনাদর্শ ও অহিংস মতবাদ কে সম্মান রেখে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা গান্ধী উপাধি দেন। মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে ভারতের
জাতীয় পিতা গান্ধীজী হওয়ার যে সুদীর্ঘ পথ আছে, সেটাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা
করা হল।
আমাদের facebook Group এ যুক্ত হতে Click করুন ...
প্রথম জীবন
মহাত্মা গান্ধী 1869 সালে 2রা অক্টোবর পোরবন্দর এর এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ গান্ধী ও মাতা পুটলিবাই। গান্ধী ছোটবেলা থেকেই জীবের প্রতি হিংসা নিরামিষ ভোজন বিভিন্ন
ধর্মালম্বী ও সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক সহিষ্ণুতা, তার মধ্যে ছিল । মাত্র 13 বছর বয়সে 1883 সালে গান্ধী কস্তুরবাই কে বিয়ে করেন। তাদের চারজন পুত্র সন্তান জন্মায় । তাদের নাম হল- হরিলাল গান্ধী (জন্ম - ১৮৮৮),
মনিকলাল গান্ধী (জন্ম - ১৮৯২), রামদাস গান্ধী (জন্ম - ১৮৯৭), দেবদাস গান্ধী( জন্ম- ১৯০০)।
মহাত্মা গান্ধী গুজরাটের ভবন গরের শ্যামল দাস কলেজ থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর তিনি পরিবারের ইচ্ছায় 18 বছর বয়সে 1888 সালে ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি লন্ডন,
এ যান।
গান্ধীজীর দক্ষিণ আফ্রিকা শহর সফর
ব্যারিস্টারি পাশের পর গান্ধীজি দাদা আব্দুল্লাহ এন্ড সন্স এর আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকা যান। দক্ষিণ আফ্রিকা তার জীবনে আমূল পরিবর্তন এনে দেয়। দক্ষিণ আফ্রিকাতেই গান্ধীজীর টিকিট থাকা সত্ত্বেও পিটার ম্যারিজবার্গের একটি ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে তৃতীয় শ্রেণীর কামরা যেতে বাধ্য করা হয়। দক্ষিণ আফ্রিকার সাধারণ ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণের তিনি তীব্র বিরোধিতা করেন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটাধিকার ছিল না। এই সময় ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য তিনি 1894 সালে
নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দের কে তিনি রাজনৈতিকভাবে সঙ্ঘবদ্ধ করেন। 1906 সালে ব্রিটিশ সরকার উপনিবেশ ভারতীয়দের নিবন্ধে বাধ্য করানোর জন্য একটি আইন পাস করলে, জোহান্সবার্গে সংঘটিত এক গণপ্রতিরোধে, গান্ধী সবাইকে এই আইন বর্জন করতে বলেন। এইভাবে তিনি তার অহিংস আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলনের ফলে দক্ষিণ
আফ্রিকার জেনারেল ইয়ান ক্রিশ্চিয়ান স্মট গান্ধীর সাথে সমঝোতা করতে বাধ্য হন।
১. মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর - 1869 সালে 2রা অক্টোবর
২. গান্ধিজী কত সালে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান?
উত্তর -18 বছর বয়সে 1888 সালে
৩. গান্ধীজীর কতজন সন্তান ও তাদের নাম গুলি কি কি?
উত্তর -চারজন । হরিলাল গান্ধী , মনিকলাল গান্ধী , রামদাস গান্ধী , দেবদাস গান্ধী,
৪. গান্ধী কার আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় যান?
উত্তর - দাদা আব্দুল্লাহ এন্ড সন্স এর আইনজীবী হিসাবে যান
৫. দক্ষিণ আফ্রিকায় তার প্রতিষ্ঠিত সংগঠনের নাম কি?
উত্তর - নাটাল ইন্ডিয়ান কংগ্রেস
TO BE CONTINUE