বুধবার, ১৩ জুন, ২০১৮

মেহেরগড় সভ্যতার প্রয়োজনীয় তথ্য


মেহেরগড় সভ্যতা


ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা হল মেহেরগড় সভ্যতা । মেহেরগর সভ্যতা নব্য প্রস্তরযুগের সভ্যতা ।এই সভ্যতা সম্পর্কে কিছু তথ্য.......

১. মেহেরগড় সভ্যতা আনুমানিক ৬০০০ খ্রিস্টপূর্ব আগের সভ্যতা .

২. ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁন্সোয়া জারিজ বর্তমান পাকিস্তানের বালুছিস্তানের পশ্চিমে সিন্ধু উপত্যকায় ১৯৭৪ সালে মেহেরগড় সভ্যতার প্রাচীন নিদর্শন আবিষ্কার করেন ।

৩. মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র হল নৌসেরা, রানা, ঘুনডাই, কিলিগুল, কাচ্চিবেগ, কুল্লি, প্রভৃতি ।

৪. আধুনিক ঐতিহাসিকদের মতে হরপ্পা সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতারই বিকশিত রুপ 

৫. মেহেরগড়বাসীরা বাড়ি তৈরির জন্য রোদে শুকানো কাদামাটির ইট ব্যবহার করত ।

৬. মেহেরগড় অধিবাসীদের জীবিকা ছিল পশুপালন , শিকার কৃষিকাজ ও ব্যবসাবাণিজ্য । উৎপাদিত কৃষিজ ফসল ছিল – গম, যব, তুলা, খেজুর প্রভৃতি ।

৭. মেহেরগড়বাসীরা আন্তবানিজ্যের পাশাপাশি বহির্বাণিজ্যের সাথে লিপ্ত ছিল । ঐতিহাসিকরা মনে করেন যে এসময় আফগানিস্থান, মেসোপটেমিয়া, ইরানের সাথে বানিজ্যিক যোগাযোগ ছিল ।

৮.মেহেরগড় অধিবাসীরা মৃৎশিল্প, অলংকার শিল্প, বয়ন শিল্পে পারদর্শী ছিল । পোড়ামাটির নারীমূর্তি, তামার পুতি, আংটি, ছুরি প্রভৃতির নিদর্শন পাওয়া গেছে ।

৯. মৃতদেহকে সমাধির আগে মৃতদেহে গেরুয়া মাটি মাখানো হত । এবং মৃতদেহের পাশে মূল্যবান অলংকার সহ ব্যবহার্য জিনিসপত্র রাখা হত । যেমন পাথর বা ঝিনুকের মালা, হাড়ের আংটি, বৈদূর্য মনি, নীলকান্ত মনি প্রভৃতি ।

১০. মেহেরগড় সভ্যতা আনুমানিক তিন হাজার খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালে পতন হয়েছিল ।ঐতিহাসিকরা এর পতনের পেছনে ৪ টি কারনের ওপর জোর দিয়েছেন – 

  • জলবায়ু পরিবর্তন 
  • প্রাকৃতিক বিপর্যয়  
  • বাসভূমি পরিবর্তন  
  • বহিঃশত্রুর আক্রমণ   


  

নতুন লেখা

MOC Test Set - 19

Translate