সর্বশেষ জৈন তীর্থাঙ্কর মহাবীরের প্রধান ১১ জন শিষ্য 'গনধর' নামে পরিচিত ছিলেন । এরা সকলেই ব্রাহ্মণ ছিলেন । তার শ্রেষ্ঠ শিষ্য ছিলেন ইন্দ্রভুতি এবং তার শ্রেষ্ঠ শিষ্যা ছিলেন চন্দনা ।
- পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সী কি?
- ভারতে মুদ্রার প্রচলন কখন হয় ?
- প্রাচীন ভারতে "পণী" শব্দের উল্লেখ পাওয়া যায় , এই "পণী " কি বা কারা পণী নামে পরিচিত ?
- ভারতীয় গিল্ড বা পেশাদারি সংগঠন