শনিবার, ১৩ জুন, ২০২০

আজীবিক ধর্ম


বৌদ্ধ ও জৈনদের  মত সে যুগের আর এক প্রতিবাদী সম্প্রদায় হল আজীবিক সম্প্রদায়।

আজীবিক ধর্ম, ajivika-religion
ajivika religion

অনেকে মনে করেন অন্যের দানে জীবন ধারণ করতেন বলে তাদের নাম হয় আজীবিক

আবার অনেকে মনে করেন বিশেষ ধরনের জীবন-যাপনে অভ্যস্ত বলে তাদের 

আজীবিক বলা হত। 



আজীবিক ধর্ম গুরু গোসাল 


 আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে।

কেউ কেউ মনে করেন মংখলি পুত্ত গোসল আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।

আবার কারো কারো ধারণা নন্দ বৎস এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। গোসাল আজীবিক

সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ গুরু। প্রথম জীবনে গোসাল মহাবীরের শিষ্য ছিলেন কিন্তু

পরে গুরুর সঙ্গে মতভেদ  হওয়ায় তিনি আজীবিক সম্প্রদায়ের গঠন করেন বা

এই সম্প্রদায় যোগদান করেন। বুদ্ধদেব এবং মহাবীর দুজনেই গোসালের নিন্দা

করেছেন।

আমাদের facebook Group এ যুক্ত হতে Click করুন ...


গোসল বা আজীবিক রা যে মতবাদ প্রচার করতেন তাকে নিয়তিবাদ বলা যায়।

আজীবিক সন্ন্যাসীরা মনে করেন মানুষ তার সুখ-দুঃখ পাপ-পুণ্যের জন্য দায়ী নয়।

নিয়তি বা পরিস্থিতি এবং স্বভাবের বশে মানুষের এই অবস্থা। তাদের মতে ছোট-বড়

পণ্ডিতমূর্খ সকলকেই 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে। একেকটি করে সবকটি

জীবনচক্র অতিক্রম করার পর অবশেষে জিবের দুঃখের অবসান হবে। আজীবিক

সন্ন্যাসীদের হাতে বাঁশেরলাঠি থাকত বলে তাদের একদন্ডি বলা হত। ব্রহ্মচর্য আদর্শের

প্রতি তাদের কোন শ্রদ্ধা ছিল না। বণিকদের মধ্যে অনেকেই আজীবিক ধর্ম গ্রহণ

করেছিলেন। সে যুগের অনেক মহিলাও এই ধর্মেতে আকৃষ্ট হয়েছিল। 


১. আজীবিক কারা?

উত্তর -  মঙ্গলপুত্ত গোসাল এবং নন্দ বৎস কর্তৃক প্রচারিত ধর্মমতের অনুসারী  আজীবিক নামে পরিচিত।


২. আজীবিক সম্প্রদায়ের শ্রেষ্ঠ গুরু কে ছিলেন?

উত্তর-  মংখলিপুত্ত গোসল


৩. প্রথম জীবনে গোসাল কার শিষ্য ছিলেন?

উত্তর-  মহাবীরের শিষ্য ছিলেন


৪. একদন্ডি  কাদের বলা হত?

উত্তর-  আজীবিক দের

আমাদের facebook Group এ যুক্ত হতে Click করুন ...


নতুন লেখা

MOC Test Set - 19

Translate