শুক্রবার, ১২ জুন, ২০২০

মহাবীরের জীবনী

পার্শ্বনাথ এর মৃত্যুর 250 বছর পর মহাবীরের জন্ম হয়। তিনি ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর। মহাবীরের

আমাদের facebook Group এ যুক্ত হতে Click করুন ...


জন্ম তারিখ নিয়ে দুটি মত প্রচলিত আছে। প্রথম মতে তাঁর জন্ম 599 খ্রিস্টপূর্বাব্দে ও দ্বিতীয় মতটি

হল 539  খ্রিস্টপূর্বাব্দে। কল্পসূত্র, ভগবতী সূত্র প্রভৃতি জৈন গ্রন্থ মহাবীরের জীবনী বর্ণিত আছে।

বৈশালী উপকণ্ঠে কুন্ড গ্রামে এক অভিযাত জ্ঞাতৃ পরিবারে তার জন্ম হয়। তাঁর পিতা ছিলেন সিদ্ধার্থ

মা এক অভিজাত লিচ্ছবি পরিবারের কন্যা ত্রিশালা। মহাবীরের আসল নাম বর্ধমান। নাতো বা জ্ঞাতৃ

বংশে জন্ম বলে তার আরেক নাম নাতো পুত্র বা জ্ঞাতৃ পুত্র। যশোদার সঙ্গে মহাবীর এর বিবাহ হয়। 

তার একটি কন্যা হয় নাম অনজ্জা বা প্রিয় দর্শনা। প্রকৃত জ্ঞান লাভের আশায় 30 বছর বয়সে তিনি

গৃহত্যাগ করেন। 12 বছর কঠোর সাধনার পর ঋজু পালিকা নদীর তীরে জৃম্ভিক গ্রামের কাছে এক সাল

গাছের নিচে তিনি কেবল জ্ঞান লাভ করেন।


জ্ঞান লাভের পর তিনি পার্শ্ব নাথের পথ অনুসরণ করে জৈন ধর্মের প্রসার ও প্রচার করতে থাকেন।

তিনি প্রচলিত জৈন ধর্মের সংস্কার করেছিলেন। মহাবীর জৈন ধর্মের চতুরযামে  নতুন এক বিধান

সংযোজন করেন। নতুন বিধানটি  হলো "ব্রহ্মচর্য" । মহাবীরের সংশোধিত ও সংযোজিত বিধানগুলি

জৈন সাহিত্যের পাঁচটি মহাব্রত বলে বর্ণিত হয়েছে। দীর্ঘ 42 বছর ধরে মহাবীরের ধর্মপ্রচারের জন্য পূর্ব

ভারতের নানা স্থানে ভ্রমণ করেন। বছরে আট মাস তিনি  স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতেন আর

বর্ষার চারমাস কোন এক শহরে অবস্থান করে বর্ষাযাপন করতেন।


তার ধর্মপ্রচারক জীবনের প্রথম দিকের একজন শিষ্য ছিলেন মংখলিপুত্র গোসাল। সাত বছর তিনি

মহাবীর এর সঙ্গে ছিলেন কিন্তু মহাবীর এর সঙ্গে মতপার্থক্য হওয়ার কারণে গোসাল আজীবিক

সম্প্রদায়ভুক্ত হন। মহাবীরের 11 জন প্রধান ব্রাহ্মণ শিষ্য গনধর নামে পরিচিত ছিলেন। তার

শিষ্যদের মধ্যে ইন্দ্রভুতি সকলের শ্রেষ্ঠ ছিলেন। এবং তার শিষ্যাদের  পুরোভাগে ছিলেন চন্দনা

মহাবীর আনুমানিক 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে নালন্দা জেলার পাবা বর্তমানে পাবাপুরিতে 

দেহত্যাগ করেন। কথিত আছে তার মৃত্যুর রাতে মল্ল ও লিচ্ছবিরাতার সম্মানে দীপাবলি অনুষ্ঠান করেন।


আমাদের facebook Group এ যুক্ত হতে Click করুন ...



১. মহাবীর কত তম তীর্থঙ্কর ছিলেন?

উত্তর- ২৪ তম


২. কোন কোন গ্রন্থে থেকে মহাবীরের জীবনী সম্পর্কে জানতে পারি?

উত্তর- কল্পসূত্র, ভগবতী সূত্র


৩. মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর- বৈশালী উপকণ্ঠে কুন্ড গ্রামে


৪. মহাবীরের আসল নাম কি?

উত্তর- বর্ধমান


৫. মহাবীর এর পিতা ও মাতার নাম কি?

উত্তর- পিতা ছিলেন সিদ্ধার্থ ও মাতা ত্রিশালা


৬. মহাবীর কোথায় কেবল জ্ঞান লাভ করেন?

উত্তর- ঋজু পালিকা নদীর তীরে জৃম্ভিক গ্রামের কাছে এক সাল গাছের নিচে

তিনি কেবল জ্ঞান লাভ করেন।


৭. মহাবীর কোন বিধানটি চতুরযাম এর সাথে যুক্ত করেন?

উত্তর- ব্রহ্মচর্য


৮. মহাবীরের 11 জন ব্রাহ্মণ শিষ্য কে কি বলা হত?

উত্তর- গনধর


৯. মহাবীরের একজন শ্রেষ্ঠ শিষ্যর নাম লেখ?

উত্তর- ইন্দ্রভুতি


১০. কত বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন?

উত্তর- ৭২ বছর বয়সে


১১. মহাবীরের একজন শিষ্যার নাম লেখ?

উত্তর- চন্দনা


১২. মহাবীর কোথায় দেহত্যাগ করেন?

উত্তর- নালন্দা জেলার পাবা তে



পার্শ্বনাথ এর জীবনী


ভবদেব সূরীর লেখা "পার্শ্বনাথ চরিত" গ্রন্থে তীর্থঙ্কর  পার্শ্বনাথ এর জীবন বৃত্তান্ত সম্পর্কে জানা যায়।


বারাণসীর এক অভিজাত পরিবারে  পার্শ্বনাথের জন্ম হয়েছিল। তার পিতার নাম অশ্বসেন


ও মায়ের নাম বামা। অযোধ্যার রাজকন্যা প্রভাবতীর সঙ্গে তাঁর Read more............

নতুন লেখা

MOC Test Set - 19

Translate